কওমি কণ্ঠ ডেস্ক :
বিয়ের কেনাকাটা করে ফিরছিলেন বাড়িতে। পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন বর। ঘটনাটি সিলেটের জকিগঞ্জে। বিয়ের দুই দিন আগে সড়ক দুর্ঘটনায় হোসাইন আহমদ বাবলু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকের মাতন চলছে নিহত দুই পরিবারের মধ্যে।
মঙ্গলবার (৬ মে) বেলা ২টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আটগ্রাম মরইরতল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন বাবলু ও কাওসার আহমদ নামের এক মোটরসাইকেল আরোহী। পরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পর হুসাইন আহমদ মারা যান।
বাবলু সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে।
জানা গেছে, আগামী ৯ মে (শুক্রবার) হুসাইন আহমদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কনে ছিলেন গোটারগ্রাম এলাকার আব্দুল হালিমের কন্যা মাহমুদা জান্নাত। ইতোমধ্যে তাদের আকদ সম্পন্ন হয়েছে। বিয়ের কার্ড ছাপিয়ে দেওয়া হয়েছে দাওয়াত। নববধূর আগমন উপলক্ষে নবরূপ বাড়িঘর সাজানো গুছানো হচ্ছে। বাড়িতে উৎসবমুখর পরিবেশ—সবকিছু মুহূর্তেই স্তব্ধ করে পরপারে চলে গেলেন বাবলু। যে গেট দিয়ে বর সেজে যাওয়ার কথা ছিল, এখন সেই গেট দিয়েই যাবে তার নিথর দেহ। এমন হৃদয় বিদারক ঘটনায় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, প্রতিবেশীরা।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়েছি। কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
(মূল রিপোর্ট : সিলেটভিউ)
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    