কওমি কণ্ঠ ডেস্ক :
আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভা শেষে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রজ্ঞাপনে যে ধরনের নির্দেশনা আছে আমরা সেভাবেই কাজ করব। এ বিষয়ে সেদিন (শনিবার) বিস্তারিত বলে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন যেটা হয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের।
আওয়ামী লীগ তো সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা ঝটিকা মিছিল, রাতে মিছিল করছে এক্ষেত্রে আপনাদের কার্যক্রম কী হবে– জানতে চাইলে তিনি বলেন, আপনারা যদি আমাদের আগে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারব। আর গোয়েন্দা সংস্থার মাধ্যমে যদি আমরা জানতে পারি তাহলেও আমরা ব্যবস্থা নেব।
আপনারা অবৈধ অস্ত্র জমা নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, সেখানে কতগুলো অস্ত্র জমা পড়েছে এবং শেখ হাসিনার সময়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সালে কতগুলো অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনো চলছে। তবে আমরা যে পরিমাণ আশা করেছিলাম সেই পরিমাণ উদ্ধার করতে পারিনি বা হয়নি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা অবৈধ অস্ত্রের সঠিক সংখ্যা এখন বলতে পারব না।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    