বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিন দিনে ৫টি পৃথক অভিযানে কোটি টাকার মালামাল ও যানবাহন জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশী রাবার, বাইসাইকেল, ট্রাক এবং কাভার্ড ভ্যান।

সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ দিন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শ্রীমঙ্গল, চুনারুঘাট এবং মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক ৫টি অভিযান পরিচালিত হয়।

মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে একটি অভিযানে সিলেট থেকে আসা একটি ট্রাক আটক করে বিজিবি। ট্রাকটি তল্লাশী চালানোর পর প্রায় সাড়ে তিন টন হিমায়িত ভারতীয় গরুর মাংস উদ্ধার করা হয়, তবে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

অপর এক অভিযানে, হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর এলাকায় একটি কাভার্ড ভ্যানসহ ভারতীয় বিভিন্ন রংয়ের উন্নতমানের জর্জেট থান কাপড় জব্দ করা হয়।

এছাড়া, গুটিবাড়ী এবং চিমটিবিল সীমান্ত এলাকায় পৃথক ৩টি অভিযানে মালিকবিহীন ৫টি ভারতীয় গরু, ৪০ কেজি গাঁজা, ১০০ কেজি বাংলাদেশী রাবার এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, এই অভিযানে প্রায় ১,১৪,০৫,৫০০/- (এক কোটি চৌদ্দ লাখ পাঁচ হাজার পাঁচশত) টাকার মালামাল উদ্ধার হয়েছে। আটককৃত মালামালগুলো আইনানুগভাবে চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।