কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমার কুতুবপুরে প্রায় ৫০ বছর ধরে হচ্ছিলো ওরসের নামে অসামাজিকতা। তবে পট পরিবর্তনের পর এবার যুবসমাজের সাহসী উদ্যোগে ওরসের পরিবর্তে হয়েছে ওয়াজ মাহফিল।
জানা যায়, প্রতি বছর এই সময়ে কুতুবপুরে ওরসের নামে গান-বাজনা ও অসামাজিকতার আয়োজন করা হতো। এর নেপথ্যে ছিলেন কতিপয় মুরুব্বি ও যুবক-তরুণ। গত বছর এ নিয়ে বেশ উত্তেজনাও হয়। ওরসে হয় তাদের নিজেদের মাঝে মারামারির ঘটনাও।
তবে পট পরিবর্তনের পর এবার ওরসকারীরা আসতে পারেননি প্রকাশ্যে। গ্রামের সাহসী যুবসমাজ ওরসের নামে অসামাজিকতা প্রতিরোধের ডাক দেন এবং ওরসের তারিখে (৪ ফেব্রুয়ারি) ওয়াজ মাহফিলের আয়োজন করেন।
ওই দিন কুতুবপুরে আয়োজিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন গ্রামের চৌধুরী বাড়ির মুরুব্বি কামাল মিয়া চৌধুরী।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন প্রখ্যাত শায়খুল হাদিস জাকারিয়া কান্দলভী রাহ.-এর শাখরেদ শায়খ আব্দুল মালিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন ভুইয়া, খাজাকালু মাদরাসার মুহতামিম শায়খ মর্তুজা আহমদ, নাজির বাজার মসজিদের ইমাম ও খতিব মুফতি এবাদুর রহমান কাসিমি, জামেয়া মদিনাতুল উলুম নতুন সিরাজ মাদরাসার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান ও কুতুবপুর মসজিদের ইমাম।
মাহফিলের আখেরি মুনাজাত পরিচালনা করেন পল্লিচিকিসক মাওলানা আব্দুল ওয়াহাব।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাজিরবাজারের ব্যবসায়ী ও তাবলিগের সাথী মো. মিজানুর রহমান চৌধুরী।