কওমি কণ্ঠ ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদ এবং ডেভিলদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। আমরা আবারও গোপালগঞ্জ যাবো, এই যাওয়া শেষ দেওয়া নয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে যাবজীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে যাব
এসময় নাহিদ বলেন, গোপালগঞ্জের মাটি এবং সাধারণ মানুষকে চিরতরে মুক্ত করে তারপরে ঘরে ফিরে আসবো। গোপালগঞ্জের অপকর্মের জুলাই পদযাত্রা থামবে না। আমরা তিন আগস্টের মধ্যে সারা বাংলাদেশের পদযাত্রা শেষ করব। ফরিদপুরবাসী, আমরা ফরিদপুরের জন্য লড়াই করতে এসেছি। এখানে আমাদের অন্যান্য সহযোগী বন্ধুরা রয়েছে।
এর আগে বেলা ২টা ১০ মিনিটে ফরিদপুরে পৌঁছে সার্কিট হাউস থেকে পদযাত্রা নিয়ে মঞ্চে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিটের কর্মী ও সমর্থকরা।
এরমধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নাসিরউদ্দিন পাটুয়ারীসহ বৈষম্যবিরোধী ফরিদপুর ছাত্র আন্দোলনের আহবায়ক মোহাম্মদ রিয়াজসহ অন্যান্যরা।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    