কওমি কণ্ঠ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে প্রায় দুই ঘন্টা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত বছরের ২৩ নভেম্বর অনুষ্ঠিত সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের গত নির্বাচনে সভাপতি পদে ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মুহিম নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের পরে তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেলের পরাজিত সভাপতি প্রার্থী সেলিম আহমদ ফলিক ও সাধারণ সম্পাদক প্রার্থী সামছুল হক মানিক নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে শ্রম আদালতে মামলা দায়ের করেন। সেই মামলা মঙ্গলবার শ্রম আদালত খারিজ করে দেন।
এই খবর পেয়েই বিকাল ৩টার দিকে সামছুল হক মানিক ও তার অনুসারীরা নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিমের উপর হামলা করেন। এসময় দুপক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত ৩০ আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন।
তবে পুলিশ বলছে একজন আহত হয়েছেন।
এসময় পথচারী ও বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বাস টার্মিনালে আসা মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই দৌঁড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের করে রাখা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারফত আলী কওমি কণ্ঠকে বলেন- আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মারামারির ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।