সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন চান আলী আকবর চৌধুরী

কওমি কণ্ঠ ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই  সাংগঠনিক প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে যুক্তরাজ্য বিএনপি নেতা আলী আকবর চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

দলীয় সূত্র জানায়, বিগত দিনের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এই আসনে একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। বর্তমানে তিনি অসুস্থ থাকায় আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নতুন কয়েকজনের নাম আলোচনায় এসেছে। 

দলীয় সূত্রে জানা যায়, আলী আকবর চৌধুরী ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯৬ সালে ছাত্রদলের কর্মী হিসেবে রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি। পরে জেলা পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ছাত্রদলকে সংগঠিত করতে ভূমিকা রাখার পর তিনি সুনামগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হন।

২০১৫ সালে যুক্তরাজ্যে যাওয়ার পরও তিনি রাজনীতি চালিয়ে যান। সেখানে নিউক্যাসল বিএনপির সংগঠন গঠনে ভূমিকা রাখেন এবং প্রবাসে বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে সক্রিয় থাকেন।

দিরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর চৌধুরী বলেন, “আলী আকবর চৌধুরী দলের কর্মসূচিতে নিয়মিত যুক্ত ছিলেন। পাশাপাশি দিরাই-শাল্লার সামাজিক সমস্যা ও দুর্যোগে ব্যক্তিগত উদ্যোগেও সহযোগিতা করেছেন।”

দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী বলেন, “রাজনৈতিক কারণে আলী আকবর চৌধুরী নিজে একাধিকবার কারাবরণ করেছেন। মামলায় জড়ানো নেতাকর্মীদের পাশে থেকেছেন। উপজেলা বিএনপির পক্ষ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আলী আকবর চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানাই আমরা।”

যুক্তরাজ্য বিএনপির নেতা আলী আকবর চৌধুরী বলেন, “ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করছি। দিরাই-শাল্লার মানুষের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। দল যদি আমাকে যোগ্য মনে করে, আমি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।”

Loading...