কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মারা গেছেন। দুর্ঘটনা পর তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ পরই তিনি মারা যান।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল-পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে গোয়াইনঘাট সরকারি কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে রিফাত আহমেদ কিবরিয়া ও একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান। এর মধ্যে কিবরিয়া ঘটনাস্থলে এবং আবু সুফিয়ান হাসপাতালে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে আসামাত্র তাদের মোটরসাইকেল, একটি পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে আহত রিফাত ও সুফিয়ানকে স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা এবং গুরুতর আহত আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওসমানীতে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মারা যান আবু সুফিয়ান।
দুজনের মৃত্যুর বিষয়টি কওমিকণ্ঠকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।