কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের তালতলার ‘ছাদী গেস্ট হাউস’ নামক আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ৪ পুরুষ ও ২ নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম ‘ছাদী গেস্ট হাউস’র ২য় তলার ৬০৬ নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করে।
আটকরা হলেন- মো. আফতাব উদ্দিন (৪৫), কয়েছ উদ্দিন (২০), মো. ফয়জুল ইসলাম (৪৩), মো. পারভেজ মিয়া (২৪), মোছা. মাহিনুর আক্তার (১৯), ও রোকেয়া বেগম (৪০)।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।