কওমি কণ্ঠ ডেস্ক :
আগামী চার-পাঁচ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস—এমনটি জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত একটি রাজনৈতিক সংলাপ শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।
মোস্তফা জামাল হায়দার বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন যে আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এটাই দেশের জন্য সবচেয়ে বড় সুখবর।’ তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমেই দেশের চলমান অস্থিরতা ও রাজনৈতিক অনিশ্চয়তা দূর হবে।
১৪টি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান, জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করে বলেছি, দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সরকার এই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। আর কত অভিযান চালালে পরিস্থিতি স্বাভাবিক হবে?’
জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বলেন, প্রধান উপদেষ্টা বৈঠকে জানিয়েছেন, তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের চিন্তা করছেন।
এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছি। দেশে একটি নির্বাচিত সরকার থাকলে সহিংসতা ও সন্ত্রাস অনেকাংশেই কমে যাবে।’
এর আগে দুই ধাপে বিএনপি, জামায়াতে ইসলামিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আজকের বৈঠক ছিল তার ধারাবাহিকতায় তৃতীয় ধাপের সংলাপ।