কওমি কণ্ঠ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এতে অংশগ্রহণের লক্ষ্যে সিলেটের ৬টি আসনে আজ বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত ৩২ প্রার্থী নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে সিলেট-১ আসনের জন্য ৫টি, সিলেট-২ আসনে ৬টি, সিলেট-৩ আসনে ৮টি, সিলেট-৪ আসনে ৪টি, সিলেট-৫ আসনে ৫টি ও সিলেট-৬ আসনের ৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
বুধবার সন্ধ্যায় আঞ্চলিক নির্বাচন অফিসের বরাতে জেলা প্রশাসন সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে- সিলেট-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ-অধিকার পরিষদ ও বাসদ (মার্কসবাদী) প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি, খেলাফত মজলিস বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ-অধিকার পরিষদ ও গণফেরাম-এরে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে আরেকটি মনোনয়ন ফরম কেনা হয়েছে সিলেট-২ আসনের জন্য।
সিলেট-৩ আসনে বিএনপি, জামায়াতে ইসলামি, খেলাফত মজলিস বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি (জিএম কাদের গ্রুপ), ইসলামি আন্দোলন ও স্বতন্ত্র দুই প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-৪ আসনের জন্য বিএনপি, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও গণ-অধিকার পরিষদ প্রার্থী সংগ্রহ করেছেন ইসি’র মনোনয়ন।
সিলেট-৫ আসনে বিএনপি, জামায়াতে ইসলামি, জমিয়তে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আর সিলেট-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি, গণ-অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থী। এছাড়া বিএনপির হিসেবে আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এ আসনের জন্য।
নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।