সিলেটে দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃ ত্যু

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বিয়ানীবাজার থানাধীন টিকরপাড়ায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১২টায় দুর্ঘটনা কবলিত বাসের নিচ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। 

নিহত বদরুল ইসলাম টিকরপাড়া সোনালী ব্যাংক শাখার সাবেক ম্যানেজার। 

নিহতের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান।  

স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস বিয়ানীবাজার থানাধীন টিকরপাড়া নামক স্থানে সন্ধ্যা সাড়ে ৬টায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয় সবাইকে উদ্ধার করতে পারলেও উদ্ধার করা যায়নি বাসের নিচে চাপা পড়া বদরুল ইসলামকে। পরে রাত ১২টার দিকে পুলিশ ক্র্যান দিয়ে বাসটি সরালে তাঁর মরদেহ পানির উপরে ভেসে উঠে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

ওসি কওমি কণ্ঠকে জানান- দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।