সিলেটে র‍্যাবের জালে ৪ জন

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের বিয়ানীবাজারে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে বিদেশি মদসহ ৪ জন আটক হয়েছেন। 

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার পৌরসদরের ফয়েজ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জিয়া উদ্দিন (৬০), দুলাল দে (৫৯), মোবারক (৪২) ও আবু সাঈদ (১৯)।

আটকের সময় এ ৪ জনের কাছ থেকে ৫৯ বোতল বিদেশি মদ জব্দ করে র‍্যাব।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসব তথ্য এক বার্তায় নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।