কওমি কণ্ঠ রিপোর্টার :
বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- বুধবার দিবাগত রাতে (৩১ জুলাই) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপি'র টহল টিম অভিযান পরিচালনা করে ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার টাকার ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ী, বাসমতি চাল, সুপারী, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াস, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফ্ট ক্রিম, চা-পাতা ও নাইসিল পাউডার জব্দ করে।
পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজিবি।