সিলেটে এবার ৫ কোটি টাকার চোরাই মালামাল জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এবার ৫ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র টহল দল এসব মালামাল জব্দ করে। 

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সংগ্রাম, উৎমা এবং মিনাটিলা বিওপি’র টহল দল বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ও বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে অভিযান পরিচালনা করে ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকার ভারতীয় সানগ্লাস, ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি জব্দ করে।

পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।