সিলেটে চলছে ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর’ সপ্তাহ

কওমি কণ্ঠ রিপোর্টার :

চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে স্বৈরশাসক পতনের এই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে সিলেটে ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ এবং এর স্মৃতিতে গণঅংশগ্রহণের লক্ষ্যে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সপ্তাহব্যাপী বিশেষ এসব কর্মসূচি পালিত হচ্ছে সারা দেশে। এরই অংশ হিসেবে সপ্তাহটি উদযাপিত হচ্ছে সিলেটেও।

বিশেষ এই সপ্তাহ উপলক্ষ্যে লাইটিং করে সাজানো হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ। জুলাই গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ দিনগুলোর ছবি-সংবলিত ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে কিন ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে বন্দরবাজার হয়ে রিকাবীবাজার পর্যন্ত।

এসব ব্যানার-ফেস্টুনে লেখা-
তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন
আমার চোখে জুলাই বিপ্লব
জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ
৩০ জুলাই ২০২৫ হতে ৫ আগস্ট ২০২৫।
 

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ কওমি কণ্ঠকে জানিয়েছেন- মন্ত্রণালয়ের নির্দেশে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত  ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতির পথ’ পালিত হচ্ছে। এতে রয়েছে- জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও-চিত্র প্রদর্শনী, জনসাধারণের স্মৃতি রোমন্থনসহ বিভিন্ন কর্মসূচি। ৩ আগস্ট বিকালে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী কিন ব্রিজ পরিদর্শন করবেন এবং পরে রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে ভিডিও-চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখানে প্রদর্শনী চলবে ৫ আগস্ট পর্যন্ত। 

‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর’ সপ্তাহ উদযাপনে সহযোগিতা করছে সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রশাসন।