কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেটে পাথর লুটকাণ্ডে আলোচনায় আসা কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে।
তার স্থলে নতুন ওসি হিসেবে পদায়ন হয়েছেন ইন্সপেক্টর রতন শেখ।
রবিবার (৩১ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
নতুন ওসি রতন শেখ এর আগে শরীয়তপুরের শিবচর থানায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ ছিলেন। বর্তমানে তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত আছেন।
উল্লেখ্য, দুদকের এক প্রতিবেদনে উজায়ের আল মাহমুদ আদনান ও সংশ্লিষ্ট থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে- তারা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন নিয়ে সাদাপাথর লুটপাটে সহযোগিতা করেছেন।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    