কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন জনতা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধাওয়া করে মহানগরের সুবিদবাজার বনকলাপাড়ায় ছিনতাইকারীকে ধরা হয়। এর আগে রিকাবিবাজার এলাকায় এক নারীর মোবাইল ফোন ছিনতাই করে ওই ছিনতাইকারী।
আটক ছিনতাইকারীর নাম শরিফ মিয়া (৩২)। তিনি সিলেটের আখালিয়া এলাকার মকদ্দছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ১১টার দিকে রিকাবিবাজার পয়েন্টে শরিফ মোটরসাইকলযোগে (সিলেট-ল ১২-৪৯৬২) এসে এক নারীর মোবাইল ফোন ছিনতাই করে পালাতে থাকেন। এসময় পথচারীরা তাকে প্রায় ২৫ মিনিট ধাওয়া করে সুবিদবাজার বনকলাপাড়ায় গিয়ে ধরতে সক্ষম হন এবং ধোলাই দেন। এসময় শরিফের কাছ থেকে ছুরি ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের কাছে শরিফকে সোপর্দ করেন জনতা।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কওমি কণ্ঠকে জানান- ছিনতাইকারী শরিফকে আজ (বুধবার) দুপুরে আদালতে প্রেরণ করা হবে।