কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ভুয়া এক সাংবাদিককে আটক করেছে পুলিশ। আটক শহিদ আহমদ রিপন (৫০) নিজেকে ‘অনলাইন ক্রাইম তালাশ প্রতিদিন’ নামের একটি ভুইফোঁড় পোর্টালের রিপোর্টার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় তাকে তাকে সিলেটের শাহপরাণ থানাধীন মোহাম্মদপুর আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক শহিদ আহমদ রিপন সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরেরচক (আলমপুর) গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, শহিদ আহমদ রিপন সিলেটের শাহপরাণ থানাধীন উত্তর মোহাম্মদপুর (ইসলামপুর) এলাকায় বসবাস করে দীর্ঘদিন ধরে নিজেকে ‘অনলাইন ক্রাইম তালাশ প্রতিদিন’ নামের একটি ভুইফোঁড় পোর্টালের রিপোর্টার পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে আসছিলেন।
শনিবার সকাল ১০টার দিকে শাহপরাণ থানাধীন খাদিমপাড়া আনসারটিলা এলাকার বাসিন্দা সিরাজ মিয়া ও জয়নাল আবেদীনের সঙ্গে কথোপকথনের সময় প্রতিবেশী খোকন আহমদ দেখতে পান- এখানে উপস্থিত ভুয়া সাংবাদিক শহিদ আহমদ রিপনের হাতে থাকা একটি অভিযোগপত্র। এতে তার (খোকন) নাম ও জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।
অভিযোগে উল্লেখ ছিলো- স্থানীয় মাসুক মোল্লা, কালা সিরাজ, জয়নাল আবেদীন, আনু মেম্বার, আজাদ মেম্বার ও কামরুলের বিরুদ্ধে জেলা প্রশাসকের দপ্তরে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগপত্রটি দেখে হতভম্ব হয়ে যান খোকন। কারণ- এ বিষয়ে কিছুই জানেন না এবং অভিযোগপত্রে থাকা স্বাক্ষরটিও তার নয়।
এ বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ভুয়া সাংবাদিক শহিদ আহমদ রিপনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে শহিদ আহমদ রিপন স্বীকার করেন যে- তিনি ও রহিম নামে একজন ভুয়া অভিযোগপত্রটি তৈরি করে তা সিটি কর্পোরেশন, বন বিভাগ ও জেলা প্রশাসকের দপ্তরে জমা দিয়েছেন। এরপর এ ভুয়া অভিযোগপত্র দেখিয়ে জনপ্রতি ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে পত্রিকায় রিপোর্ট করে দিবেন বলে হুমকি প্রদান করেন।
এ ঘটনায় খোকন আহমেদ বাদী হয়ে শাহপরাণ থানায় শহিদ আহমদ রিপনের বিরুদ্ধে মামলা দায়ের করলে সে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে বিজ্ঞ বিচারকের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।