যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি নাসিম আহমেদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণ বিগত সতেরো বছর ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আর সেই গণতন্ত্রের পূর্ণ স্বাদ পেতে হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। এজন্য তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অবিলম্বে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে গুম, খুন, লুটপাট, দমন-পীড়ন ও অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। এই ক্ষতি থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘বাংলাদেশ রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
নাসিম আহমেদ চৌধুরী আরও বলেন, জনগণের রোষানল থেকে পালিয়ে যাওয়া আওয়ামী সরকারের দোসররা এখন প্রবাসে বসে আস্ফালন করছে। তারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ও প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গড়ে ওঠা অর্থনীতিকে ধ্বংস করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজ তারা লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি অবিলম্বে এইসব ব্যক্তিকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।
যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডের ওল্ডহাম শহরের অল্ডহাম জামে মসজিদে বুধবার আসরের নামাজের পর স্থানীয় মুসল্লিদের মাঝে এবং বাংলাদেশি গ্রোসারি, রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে প্রচারপত্র বিতরণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় যুক্তরাজ্য বিএনপি ওওল্ডহাম বিএনপির নেতৃবৃন্দ ও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লন্ডন শহর থেকে এসে অনুষ্ঠানে যোগ দেন , যুক্তরাজ্য যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মন্জুর আসরাফ, সাবেক সাংগঠনিক সম্পাদক , আলী আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক টিপু আহমদ, যুব বিষক সম্পাদক মো: খিজির , সাবেক সাধারণ সম্পাদক সেয়ালিন করিম, সদস্য জুনেদ শাহরিয়ার রহমান , স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি লাহীন আলম, তাজ উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুনিম এনাম ও ফখরুল আলম।
ওল্ডহাম বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দলের উপস্থিত ছিলেন জাকি মুস্তফা টুটুল, মিজানুর রহমান মিজান, ময়নুল ইসলাম হিরা, মিয়া আমির হোসেন মজনু, সিরাজুল ইমলাম, আব্দুল কাইয়ম, মুজিবুর রহমান, ছুরত আলী শামীম, জিল্লুর রহমান, আব্দুর রহমান সাদিক, শাহ তাজুল ইসলাম, রাকিব, আবিদুল ইসলাম আরজু, শেখ রায়হান, আবুল মালিক, বাবুল মিয়া, রাসেল , শাহ ময়নুল, আবজল খান, উকিল লালা মিয়া, গোলাম মস্তফা,ফয়জুল ইসলাম প্রমুখ।