ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস, সিলেট জমিয়তের স্মারকলিপি

কওমি কণ্ঠ রিপোর্টার :

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের আঞ্চলিক অফিসের চুক্তি বাতিল করার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন জমিয়তে উলামায়ের ইসলাম সিলেটের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের এ স্মারকলিপি প্রদান করেন তারা।  

স্মারিকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন- ‘সু-শাসন ও ইসলামি মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভূমিকা পালনকারী এই দল অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে। সম্প্রতি ইন্টেরিম সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনোরূপ আলোচনা ছাড়াই ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের আঞ্চলিক অফিস স্থাপনের ৩ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের জনগণের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। এমতাবস্থায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনে করে এ চুক্তির ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, সমকামিতা-ট্রান্সজেন্ডার ও বাকস্বাধীনতার নামে এদেশের ৯০-৯২% মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মত বিতর্কিত বিষয়গুলোকে জাতিসংঘের এই কমিশন মানবাধিকারের অন্তর্ভুক্ত মনে করবে। বাংলাদেশের বিচার ব্যাবস্থা ও মানবাধিকার কমিশনের স্বাধীনতা বিপন্ন হবে। বহুল আলোচিত পার্বত্য অঞ্চল নিয়ে আলাদা একটি খৃষ্টান রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম হবে। আবহমানকাল থেকে চলে আসা বাংলাদেশের মুসলিম পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে এবং সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে।’

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা উত্তরের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী ও সাধারণ সম্পাদক এবাদুর রহমান কাসেমী, মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন  সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী,দক্ষিণ জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুশতাক আহমদ চৌধুরী, শিব্বির আহমদ, মাওলানা খলিলুর রহমান, উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী ও মাওলানা আব্দুল হাই, যুগ্ম সম্পাদক কবির আহমদ, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক , মাওলানা আমিন উদ্দিন, মহানগরীর যুগ্ম সম্পাদক মাওলানা আহমদ সগির, রেজাউল করিম, শাহ আদনান, আফজাল হোসেন, আবুল খয়ের ও আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ।