সিলেটে নিজের প্রাণ নিলেন প্রতিবন্ধী তরুণী

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিবন্ধী এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দক্ষিণ সুরমার রশিদপুর সংলগ্ন সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আত্মহত্যাকারী মোছা. সুহেনা বেগম (১৯) সুলতানপুরের মৃত সোহরাব মিয়ার মেয়ে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  সুহেনা বেগম কিছুটা মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন। শুক্রবার সকালে নিজ ঘরে টিনের চালার বাঁশের সঙ্গ ওড়নার মাধ্যমে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে। 

আত্মহত্যার বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমার থানার পরিদর্শক (তদন্ত)।