কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের কিনব্রিজ এলাকায় যুবক খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। খুন হওয়া ডালিম আহমদের (৩৫) মা রীতা বেগম বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
৭ আসামির নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৪-৫ জনকে।
তথ্যগুলো কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কিনব্রিজের নিচে আলী আমজদের ঘড়ির পাশে একজনের ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- ঘটনার সময় হামলাকারী ও ডালিম আলী আমজদের ঘড়ির পাশে দাঁড়িয়ে আলাপ করছিলেন। হঠাৎ একজন ছুরি বের করে ডালিমকে আঘাত করে। ছুরিকাঘাতকারী যুবক পরে সবার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তাকে ধরতে বা এগিয়ে আসতে সাহস করেননি। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে।
এর আগে স্থানীয়রা ডালিমকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনায় শুক্রবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে নাঈম আহমেদ রজব (১৯) নামের এক কিশোরকে আটক করে।
সে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়- নিহত যুবক ও আটক রজব দুজনই ছিতনাইকারী চক্রের সদস্য। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, বখরা আদায় নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে ডালিমকে ছুরিকাঘাত করা হয়।
সাইফুল ইসলাম কওমি কণ্ঠকে জানান- রজবকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।