বিয়ানীবাজারে দুর্ঘটনায় অটোচালকের মৃ ত্যু

কওমি কণ্ঠ রিপোর্টার :

বিয়ানীবাজারে সিলেট-জকিগঞ্জ সড়কের প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আশরাফ আহমদ (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি অটোরিকশাচালক।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাঠলিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন  দুজন।

নিহত আশরাফ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

আর আহতরা হলেন- নিহত আশরাফের চাচাতো ভাই মৃত শিহাব উদ্দিনের স্ত্রী সিএনজি আরোহী মনোয়ারা বেগম (৪০) ও তার প্রায় ৫০ বছর বয়সী এক ভাই।

জানা যায়, মনোয়ারা বেগম ও তার ভাই চিকিৎসার জন্য সকালে সিলেট নিয়ে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তারা। তাদের প্রথমে চারখাই এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আহমদের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।