কওমি কণ্ঠ রিপোর্টার :
মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দিবাগত (২৭ ফেব্রুয়ারি) রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা যায়।
বিষয়টি সিলেট আবহাওয়া অফিস সূত্র নিশ্চিত করেছে।
জানা যায়, সিলেটে রাত ২টা বেজে ৫৫ মিনিটের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির খুবই কাছে খারুপাতিয়া নামক শহর থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে।
প্রাপ্ত তথ্য অনুসারে- ভূমিকম্পটির মান ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
তবে রাত গভীর থাকায় বেশিরভাগ মানুষই কম্পন অনুভব করতে পারেননি বলে তারা জানান। এছাড়া ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।