কওমি কণ্ঠ ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক ঘুমন্ত পরিবারের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিয়াপাড়া সংলগ্ন সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাসেল মিয়া জানান- তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জানালার পাশে বিকট শব্দে ঘুম ভেঙে যায়।
চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘরের কাঁচের জানালা ভেঙে যায় এবং গুলির খোসা ভেতরে পড়ে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ঘটনাস্থলে যান।
পরে দুপুরে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ-উল্ল্যা ও তদন্ত ওসি কবির মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাসেল মিয়া অভিযোগ করে বলেন- পূর্ব শত্রুতার জেরে তার পরিবারের ওপর এ প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছে। তিনি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়।
এরপর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।
এ বিষয়ে ওসি মো. শহিদ-উল্ল্যা বলেন, ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করা হয়েছে। অপরাধী যেই হোক, আইনের বাইরে নয়। এলাকাবাসীর নিরাপত্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।