- গোয়েন্দা পুলিশের জালে প্রতারক
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ইউএনও অফিসের কর্মচারী পরিচয়ে প্রতারণাকারী একজনকে গ্রফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেট মহানগরের শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ সিদ্দিক (৪০) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম হাজিপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মোহাম্মদ সিদ্দিক নিজেকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জারীকারক পরিচয় দিয়ে কানাইঘাটের হাফেজ মো. ফয়ছল আহমদ নামের এক শিক্ষকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন। একপর্যায়ে নিলামে একটি সিএনজিচালিত অটোরিকশা দেওয়ার প্রলোভন দেখিয়ে ফয়ছলের কাছ থেকে ৫ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন।
গাড়ি দেওয়া-নেওয়ার বিষয়ে আলাপ করার জন্য বুধবার দুপুরে প্রতারক মোহাম্মদ সিদ্দিক সিলেট মহানগরের শিবগঞ্জস্থ হাফেজ মো. ফয়ছল আহমদের কর্মস্থল দারুন নাজাত এরাবিক লার্নিং সেন্টারে আসলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়েই পুলিশ গিয়ে সিদ্দিককে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ৭০ হাজার টাকা ও ৪ লাখ ৯০ টাকার একটি স্বাক্ষরিত চেক, এবং প্রতারণার তথ্যসংবলিত একটি কার্টিজ পেপার ও দুটি ভুয়া চালান ফরম জব্দ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে সিদ্দিক ভুয়া চালান নিজেই প্রস্তুত করেছেন বলে স্বীকার করেন।
পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।