বালাগঞ্জে বালুকাণ্ড, একজনকে অর্থদণ্ড

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের নতুন সুনামপুর সারেং বাড়ির পাশে অবৈধভাবে অন্য এলাকা থেকে বালু এনে স্তুপ করে রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ আগস্ট) বিকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ। 

জানা যায়, বেশ কয়েক দিন ধরে বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের নুতন সুনামপুর এলাকার একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে উপজেলার বিভিন্ন জায়গা থেকে। চক্রটি ইজারাদার মেসার্স খান ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম করে উপজেলার বিভিন্ন জায়গা থেকে বালু এনে স্তুপ করে রাখছে একটি জায়গায়। 

স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে এমন কাজ করায় শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ। এসময় স্থানীয় মির্জা আব্দুল করিম ফিরু নামে একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ বলেন- স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে নদীপথে ড্রেজারের মাধ্যমে বালু/মাটি পরিবহন করে আনলোড করায় ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।