সুনামগঞ্জে নৌকডুবি, শিশুসহ দুইজন নিখোঁজ

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় হাওরে নৌকডুবিতে শিশুসহ দুইজন নিখোঁজ হয়েছে। শনিবার ( ২৩ আগস্ট ) দুপুরে উপজেলার দারাম হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা সামসুদ্দিন (৬০) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, শনিবার বেলা ১১টার দিকে ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে ছোট একটি নৌকা করে ৭ জন যাত্রীকে নিয়ে মহেশপুরের উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে উপজেলার দারাম হাওরে পৌছালে প্রচণ্ড বাতাস শুরু হয়। এসময় যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। 

পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস টিম ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও সামসুদ্দিন ও নুসরাতকে খুঁজে পাওয়া যায়নি।

তাদের উদ্ধারের ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।