কওমি কণ্ঠ রিপোর্টার :
ভারতীয় নাগরিকের (খাসিয়া) গুলিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এই ঘটনা ঘটে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে মো. আশিকুর রহমান (২২) এবং একই এলাকার বরম সিদ্দিপুরের আজমন আলীর ছেলে মো. ইয়াকুব আলী।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান।
তিনি জানান, দুইজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন দমদমিয়া এলাকার সীমান্ত পিলার নং ১২৬০/৪-এস এর নিকট দিয়ে কয়েকজন বাংলাদেশি সুপারি চুরির উদ্দেশ্যে আনুমানিক ১ থেকে দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে রাজন টিলা এলাকায় প্রবেশ করে। এসময় সেখানে অবস্থানরত স্থানীয় ভারতীয় বাগান মালিক (খাসিয়া) কর্তৃক তাদের লক্ষ্য করে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি করলে মো. আশিকুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার সঙ্গে থাকা অন্যান্যরা নিহত ব্যক্তির মৃতদেহ বাংলাদেশে নিজ বাড়িতে নিয়ে আসে।
এদিকে, এদিন দুপুর পৌঁনে ৩ টায় সীমান্ত পিলার ১২৫৫/২ এস থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে বরম সিদ্দিপুর নামক স্থানে বাংলাদেশী ২ জন সুপারি চুরি করার উদ্দেশ্যে গমন করলে ভারতীয় খাসিয়া নাগরিক তাদের লক্ষ্য করে ছররা গুলি ছুড়ে। এতে বাংলাদেশী নাগরিক মো. ইয়াকুব আলীর বুকে গুলি লেগে আহত হয়। পরবর্তীতে তার সাথে থাকা একজন ও স্থানীয়রা আহত ইয়াকুবকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।