দুটি আবাসিক হোটেলে ৯ নারী-পুরুষ ধরা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার একটি ও দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার একটি আবাসিক হোটেলে অসামাজিক কাজ করার সময় ৯ নারী-পুরুষকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

শনিবার (২৩ আগস্ট) বেলা আড়াইটার দিকে ওসমানী হাসপাতাল এলাকার আবাসিক হোটেল ‘বাধন’-এর বিভিন্ন কক্ষ থেকে ৫ জনকে আটক করা হয়। 

আটকরা হলেন- হোটেল ম্যানেজার জামাল মিয়া (৩২), মাইন উদ্দিন (২০), তাহলীল আহমেদ (১৯), মাহি আক্তার (২৫), কলি বেগম (২৩),

পরে বিকাল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার ঢাকা প্যালেস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ। তারা হলেন- মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমেদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫) ও মনি আক্তার (১৯)।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান- আটকের পর এই ৯ নারী-পুরুষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।