কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগর এলাকায় এক দিনে (সোমবার- ১৭ ফেব্রুয়ারি) পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৩ ও নিয়মিত অভিযানে বাকিদের গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ সোমবার দিনে জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মোগলাবাজার থানাধীন তুরুকখলা গ্রামের মো. ময়না মিয়ার ছেলে ও দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাজন আহমেদ (৩৬), সিলেট মহানগরের ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল খায়ের বাপ্পি (২৯) এবং এয়ারপোর্ট থানাধীন রাগীব রাবেয়া হাসপাতালের কড়েরপাড়ার মৃত সুলতান মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০)।
এদিকে, সোমবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল-সংলগ্ন যাত্রীসেবা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদের মধ্যে দুইজন তরুণী ও দুইজন তরুণ। আটককৃতরা হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করছিলেন।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মুরাদপুর গ্রামের আলমগীর মিয়া (৩১), একই থানার রহমতপুর গ্রামের আজিজুল মিয়া (২৫) এবং হালিমা আক্তার (২০) ও ইয়াছমিন (২৫)।
অপরদিকে, যুক্তরাজ্য প্রবাসীর ভূমি অবৈধভাবে দখলের অভিযোগে সিলেটে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে সিলেট মহানগরের ক্বিনব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলী মোশারফ খান (৪৬) দক্ষিণ সুরমার লাউয়াই মোহাম্মদপুরের মৃত মো. মিয়া খানের ছেলে। তিনি বর্তমানে কোতোয়ালী থানাধীন মিরাবাজার আগপাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমার লাউয়াই মোহাম্মদপুরের মৃত আব্দুল গফুর চৌধুরীর ছেলে, যুক্তরাজ্যপ্রবাসী গোলাম আম্বিয়া (৭৩) গত বছরের ১৫ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে ভূমি দখলের অভিযোগে মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় আলী মোশারফ খানকে। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ প্রদান করেন। পিবিআইয়ে কর্মরত এসআই মো. তারিকুল ইসলাম মামলাটির তদন্ত সম্পন্ন করে গত বছরের ৩১ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আলী মোশারফ খানের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০০৩ইং এর ৪/৭ ধারায় অপরাধের প্রমাণ পাওয়ার বিষয়টি উল্লেখ করে পিবিআই। পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধে আদালত সমন জারি করেন। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আলী মোশারফ খান পলাতক ছিলেন। সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া সিলেটের দক্ষিণ সুরমায় মো. তারেকুর রহমান তারেক (৩০) নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চায়নিজ টিপ চাকু ও মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।