- কুশপত্তলিকা দা-হ, ছবিতে জুতা নিক্ষেপ
কওমি কণ্ঠ রিপোর্টার :
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ এবং সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে সিলেটে কুশত্তলিকা দাহ ও ছবিতে গণজুতা নিক্ষেপ করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মহানগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন- ছাত্র-জনতার জুলাই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে এক ঐতিহাসিক বিপ্লব। যেটি পরে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলনের শহীদ ও আহতদের অসম্মান করে বিএনপির শীর্ষ এই নেতা যে চরম আপত্তিকর বক্তব্য দিয়েছেন তা প্রশ্নবিদ্ধ, লজ্জাজনক ও গভীর ষড়যন্ত্রের অংশ। এর আগেও এই নেতা বিতর্কিত বক্তব্য দিয়েছেন, কিন্তু বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা শুধু শোকজ নয়, ফজলুর রহমানকে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার দাবি করছি।
বক্তারা আরও বলেন- যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, দল-মত নির্বিশেষে সবাইকে জুলাইবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    