কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোয়াইনঘাটে মাজার থেকে এক প্রবাসীর স্ত্রীর নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পাশে দামারী মান উল্লাহ শাহ মাজার থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সিরাজুন বেগম (৪৫)। তিনি উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগাও গ্রামের ওমান প্রবাসী আসাব মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুন দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভোগছেন। মাজারে মাজারে ঘুরে বেড়ান। বুধবার সকালে হঠাৎ স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ টিম গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।
লাশ উদ্ধারের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ।