মোটরসাইকেল চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • দুই চোরাই মোটরসাইকেল উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানাপুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে মোগলাবাজার থানাধীন সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের সুলতানপুর আবাসিক এলাকার রাস্তার মুখ থেকে এ ৩ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কিছমত মাইজভাগ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাদিকুর রহমান (১৯), একই গ্রামের জয়নাল আহমদের ছেলে জামিল আহমদ (১৯) ও সিলেটের কানাইঘাট উপজেলার বড়দেশ উত্তর গ্রামের রইছ উদ্দিনের ছেলে নুরুজ্জামান খোকন (২০)। 
 
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, এ তিন চোরের কাছ থেকে একটি বাজাজ পালসার (সিলেট-ল-১১-৯০৯২) ও একটি সুজুকি জিক্সার (সিলেট মেট্রো-ল-১১-৫৫৬৮) উদ্ধার করা হয়। এই দুই মোটরসাইকেলের বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জানায় পুলিশ। গাড়ি দুটি তারা চুরি করেছিলো।  

গ্রেফতারের পর ৩ চোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।