সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার মালামাল জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি সীমান্ত এলাকা থেকে সাড়ে ৪ কোটি টাকার চোরাই পশু ও পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র টহল টিম দুই দিনে (২৬ ও ২৭ আগস্ট) এসব পশু ও পণ্য জব্দ করেছে।  

এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে জানানো হয়- মঙ্গল ও বুধবার (২৬ ও ২৭ আগস্ট) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী শ্রীপুর, মিনাটিলা, বাংলাবাজার ও সংগ্রাম বিওপি’র টহল টিম অভিযান পরিচালনা করে চোরাই পথে আসা ভারতীয় মহিষ, গরু, চিনি, জিরা, আইবল ক্যান্ডি এবং পাচার হতে যাওয়া বাংলাদেশি শিং মাছ জব্দ করে।

এছাড়াও সেনাবাহিনীর সহায়তায় বিজিবি ৪৮ সদর ব্যাটালিয়নের একটি টিম সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাশ্মীরি ওড়না, স্কিন সানরাইজ ক্রিম, গোমেলা ক্রিম, বেটনোভেট এন ক্রিম, ক্লোব জি ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ফেসওয়াস, নিভিয়া সফট ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জিলেট রেজার, জিলেট ব্লেড, জর্জেট থান কাপড়, সিগারেট, পোস্ত দানা ও বিভিন্ন প্রকার বিস্কুট জব্দ করে।

এসব পশু ও পণ্যের দাম ৪ কোটি ৬৩ লক্ষ টাকা।

এ বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হয়েছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক জানান- এমন অভিযান অব্যাহত থাকবে।