মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের কানাইঘাটে কিরাত সম্মেলন করবে আল্লামা মুশাহিদ (রহ.) ফাউন্ডেশন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর থেকে পৌর শহরের ডাকবাংলো মাঠে এ সম্মেলন শুরু হবে।
বিষয়টি জানিয়েছেন ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মাওলানা জুনায়েদ শামসী। তিনি বলেন, ‘একাত্তরের বীর শহীদদের স্মরণে সোমবার কেরাত সম্মেলন ও দোয়া মাহফিল করবে শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মুপুরির চেতনাধারী সংগঠন ‘আল্লামা মুশাহিদ ফাউন্ডেশন (রহ.)।’
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শায়খুল হাদিস মুহাম্মদ বিন ইদ্রীস লক্ষীপুরি, আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরি, শায়খুল হাদিস উবায়দুল্লাহ ফারুক কাসিমি, শায়খুল হাদিস শামছুদ্দীন দুর্লভপুরি।
তেলওয়াত করবেন- কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম শায়খ ক্বারী আব্দুল্লাহ আল মামুন, বিশ্বজয়ী হাফিজ মুয়াজ মাহমুদ ও বিশ্বজয়ী হাফিজ আনাস মাহমুদ।
এছাড়া নাশিদ পরিবেশন করবেন, কলরবের শিল্পী আহমদ আব্দুল্লাহ, শিল্পী শেখ এনাম, মাওলানা শামছুদ্দীন, আকরাম বিন বাহার, সায়নান সায়েম প্রমুখ।
সম্মেলনটি মধ্যরাতে শেষ হওয়ার কথা রয়েছে। সম্মেলনের সফলতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছে আল্লামা মুশাহিদ (রহ.) ফাউন্ডেশন পরিবার।