সীমান্তে গরু, কয়লা ও সুপারি জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযানে পৌনে ৯ লাখ টাকার ভারতীয় গরু, কয়লা ও সুপারি জব্দ করেছে বিজিবি।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের জৈন্তাপুর উপজেলার ৩টি বিওপি'র টহল দল গত দুই দিনে (২৭ ও ২৮ আগস্ট) অভিযান চালিয়ে এসব জব্দ করে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- বুধবার দিবাগত (২৮ আগস্ট) রাত ২টার দিকে জৈন্তাপুর উপজেলার ময়নাবস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি গরু জব্দ করে বিজিবি। 

এর এক ঘণ্টা পর রাত ৩টার দিকে একই উপজেলার চাংঘিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বেশ কিছু ভারতীয় সুপারি জব্দ করা হয়।

এছাড়া বুধবার (২৭ আগস্ট) বিকালে জৈন্তাপুর উপজেলার   বাগছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫০ কেজি কয়লা জব্দ করে বিজিবি।

এসব পশু ও পণ‍্যের দাম ৮ লাখ ৮৫ হাজার টাকা।