কওমি কণ্ঠ রিপোর্টার :
প্রতিদিনই সিলেট সীমান্তে অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবু থামছে না সীমান্তের চোরাচালান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতেও সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে চোরাই পথে আসা ভারতীয় ১১ টি গরু ও ১ টি মহিষ জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার (পিএসসি) জানান- গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি টহল দল গুয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করে।
একই দিন জৈন্তাপুর এবং লালাখাল বিওপি’র পৃথক টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩টি গরু ও ১টি মহিষ জব্দ করে।
এসব গরু ও মহিষের মূল্য ১০ লাখ ৩০ হাজার টাকা।
পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।