সিলেটে মধ্যরাতে বসতবাড়িতে ধারালো অ-স্ত্র নিয়ে ‘স ন্ত্রা সী দে র’ হানা

কওমি কণ্ঠ রিপোর্টার : 

জায়গা নিয়ে বিরোধের জেরে সিলেটের জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের মোল্লারগাঁওয়ে সালিশ-বৈঠকে এবং পরে বসতবাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, মোল্লারগাঁওয়ের মৃত আব্দুল আলীর ছেলে আব্দুল আহাদের সঙ্গে একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আজির উদ্দিনের ছেলের জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিষয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও মুরুব্বিদের বার বার অমান্য করে আসছেন অভিযুক্ত আজির উদ্দিন। সর্বশেষ এ নিয়ে সোমবার রাত ৯টার দিকে মোল্লারগাঁও উচ্চ বিদ্যালয়ে বৈঠক বসে। কিন্তু বৈঠকে আজির উদ্দিন তার ছেলেদর নিয়ে ধারালো অস্ত্রসহকারে উপস্থিত হন। সালিশ-বৈঠকের এক পর্যায়ে আজির উদ্দিনের ছেলে তমজিদ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সেখানে উপস্থিত থাকা নুরুল আলম নামের একজনকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এসময় সেখান থেকে অভিযুক্তরা বেরিয়ে গিয়ে আব্দুল আহাদের বসতঘরের দুতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান। এসময় শিশু ও নারীদের মারধর করে হামলাকারীরা। এছাড়াও ঘরে থাকা ৩ লক্ষ ৬ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। 

নারী ও শিশুদের চিৎকারে এসময় প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এদিকে, হামলায় আহত দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ কওমি কণ্ঠকে বলেন- এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদ্ন্ত করছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।