বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে ঝড়-বৃষ্টির আভাস

কওমি কণ্ঠ রিপোর্টার :

দেশের সব বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে এবং বিদ্যুৎ চমকাতে পারে।

বুধবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফাইড ফেইসবুক পোস্টে জানিয়েছেন- মঙ্গলবার (৮ এপ্রিল) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জের কাছে একটি লঘু চাপ সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তবে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। 

এই লঘুটি আগামী ১০ ও ১১ ই এপ্রিল বাংলাদেশের কক্সবাজার জেলা ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। ফলে আগামী ১০ ও ১১ এপ্রিল বাংলাদেশের কক্সবাজার জেলা ও মায়ানমারের রাখাইন রাজ্যের ওপর মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার ও বান্দরবন জেলার উপরে ১০ ও ১১ এপ্রিল ২ দিনে ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।