কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে মহানগরের মির্জাজাঙ্গালে অবস্থিত সেইফওয়ে হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটায় পরে রোববার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হাসপাতালে নিহত মাওলানা শফিকুর রহমান (৭৫) গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি গ্রামের বাসিন্দা। তিনি মূত্রথলির পাথর অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি হন।
রোগীর স্বজনরা জানান, রবিবার সন্ধ্যায় শফিকুর রহমানের অপারেশন শুরু হয়। রাত ৮ টার দিকে অপারেশন শেষ হলে রেস্টরুমে থাকাকালীন আনুমানিক সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
স্বজনদের দাবি- শফিকুর রহমানের মৃত্যুর পরপরই দায়িত্বরত প্রফেসর ড. মো. আব্দুল মনাফ হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।
তাদের অভিযোগ- শফিকুর রহমান রোগী হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে ভুলভাবে চিকিৎসা দেন। এতে তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি জানাজানি হলে রোগীর স্বজন ও স্থানীয়রা হাসপাতালে জড়ো হয়ে ক্ষোভ প্রদর্শন করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিক, প্রফেসর ড. মো. আব্দুল মনাফের কর্তব্য অবহেলার জন্যই রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব প্যাডে বিষয়টি লিখিতভাবে পুলিশের কাছে দিবেন বলে জানা গেছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন- খবর পেয়ে পুলিশ টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোগীর স্বজন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা সাব্বির আহমদ কওমি কণ্ঠকে জানান- ভুল চিকিৎসায় আমাদের রোগীর মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই।