সিলেটে ছেলের ছু রি কা ঘা ত, মায়ের মৃ ত্যু

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাতে সিলেট শহরতলির শাহপরাণ আবাসিক এলাকার ২নং রোডের  ৮নং বাসায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে সোমবার (১ সেপ্টে.) দুপুরে শাহপরাণ থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

নিহত রহিমা বেগম (৭০) ওই এলাকার হেপি কমপ্লেক্স নামক ৮নং বাসার ভাড়াটিয়া আব্দুল গাফ্ফারের স্ত্রী। তাদের বাড়ি সিলেটের জকিগঞ্জ থানার আইওর গ্রামে।

পারিবারিক বিরোধের জের ধরে ছেলে বদরুল ইসলাম (৪২) তার মা রহিমা বেগমকে ছুরিকাঘাত করে বলে স্থানীয় সূত্র বলছে।

বদরুল ইসলাম ইমমতি পেশায় নিযুক্ত ছিলেন। তবে ৪ মাস ধরে তিনি চাকরিচ্যুত। তিনি তার বাবা-মার চতুর্থ সন্তান।