নতুন করে যে নির্দেশনা এসএমপি কমিশনারের

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগর এলাকার সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে বেগ পেতে হচ্ছে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের। কমছে না যানজট। এখনো আছে যত্রতত্র গাড়ি পার্কিং। এ অবস্থায় আবারও সিলেটের পরিবহন ও ট্রান্সপোর্ট নেতৃবৃ্ন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা)। 
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা আড়াইটায় এসএমপি সদর দপ্তরে আয়োজিত এ মতবিনিময় সভায় পরিবহন ও ট্রান্সপোর্ট  নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় কমিশনার সেগুলো সমাধানের আশ্বাস প্রধান করেন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন- সিলেট মহানগরের যানজট নিরসন ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সকলকে আইন মেনে চলতে হবে।  রাস্তায় অবৈধভাবে বাস ও অন্যান্য যানবাহন দাঁড় করানো যাবে না। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও অতিরিক্ত যাত্রী বহন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন- রাস্তার মোড়ে গাড়ি দাঁড় করানো নিষিদ্ধ। অবৈধ যানবাহন ও অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে। এছাড়া অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হবে।

রাইড শেয়ারিংয়ের নিবন্ধন ছাড়া কোনো মোটরসাইকেল ভাড়ায় চালানো যাবে না বলে জানান এসএমপি কমিশনার। 

বক্তব্যকালে তিনি নগরবাসীর ভোগান্তি কমাতে  সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসএমপির’ অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মু. মাসুদ রানা (পিপিএম- সেবা), উপ-কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন- ইএন্ডডি) সুদীপ্ত রায়, উপ-কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি সিটিএসবি) মো. আফজাল হোসেন এবং পরিবহন ও ট্রান্সপোর্ট বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।