সুনামগঞ্জে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আ ত্ম হ ত্যা

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। সোলেমান মিয়া (৩৫) নামের ওই যুবক পেশায় সিএনজিচলিক অটোরিকশাচালক। 

তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ডাকাডাকি করে না খোলায় ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে কোনো একসময়  আত্মহত্যা করেন সোলেমান। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোলেমান দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ শহরে একটি বাসায় ভাড়া থাকেন। কয়েক দিন আগে বাড়ি আসেন তিনি। কয়েক দিন বাড়িতে থেকে যাওয়ায় স্ত্রী শুরু করেন ঝগড়াঝাটি। এর জের ধরে সোলেমান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

দোয়ারাবাজারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।