এসএসসি পাস করা দেড় শতাধিক শিক্ষার্থী বিপাকে

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন দফায় আবেদন করেও কোনো কলেজে আসন পায়নি ১৬৭ জন শিক্ষার্থী। বুধবার (৩ সেপ্টেম্বর) তৃতীয় দফায় প্রকাশিত ফলাফলেও এসব শিক্ষার্থীরা কোনো কলেজের জন্য নির্বাচিত হয়নি। ফলে তারা পড়েছেন বিপাকে।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৬১ হাজার ৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ছেলে ২৫ হাজার ১৮৬ জন এবং মেয়ে ৩৫ হাজার ৯০৩ জন। তাঁদের মধ্যে ৬০ হাজার ৯২২ জন বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পেলেও আসন বরাদ্দ হয়নি বাকি ১৬৭ জনের।  

এদিকে বর্তমানে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৩৪৮টি কলেজে আসন রয়েছে মোট ১ লাখ ৪২ হাজার ৭৫০টি। যা চলতি বছরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় প্রায় দ্বিগুণ।  

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সিলেট বোর্ডের পক্ষে থেকে মোট তিন দফায় আবেদন নেওয়া হয়। প্রথম দফায় ৩০ জুলাই আবেদন শুরু হয়ে শেষ হয় ১১ আগস্ট। দ্বিতীয় দফায় আবেদন চলে ২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত। সবশেষ তৃতীয় দফায় আবেদন শুরু হয় ৩১ আগস্ট, যা শেষ হয় ১ সেপ্টেম্বর।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের সহকারী কলেজ পরিদর্শক আবুল কালাম সিলেট ভয়েসকে বলেন, ‘চলতি শিক্ষাবর্ষে ৬১ হাজার ৮৯ জন শিক্ষার্থী আবেদন করে ৬০ হাজার ৯২২ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে ১৬৭ জন শিক্ষার্থী এখনও কোনো কলেজে আসন বরাদ্ধ পাননি।’

কলেজের আসন সংখ্যা বেশি থাকার পরও শিক্ষার্থীরা কেন ভর্তির সুযোগ পায়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থীরা নিজ-নিজ পছন্দের একাধিক কলেজে আবেদন করেছেন। কিন্তু আশানরূপ ফলাফল না থাকায় কলেজগুলোর কর্তৃপক্ষ তাদেরকে ভর্তির সুযোগ দিচ্ছে না। তবে আশা করি, সকল শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।’

প্রসঙ্গত, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের অধীনে ১ লাখ ২ হাজার ২১৯ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ৭০ হাজার ১২১ জন পাস করেছেন।

(মূল রিপোর্ট : সিলেটভয়েস)