কওমি কণ্ঠ ডেস্ক :
আলোচিত ‘ছাগলকাণ্ড’ খ্যাত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে অনৈতিক সুবিধা দিয়ে ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হয়েছেন। তারা হলেন, এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভীর রহমান, আবু সাঈদ মিয়া ও রবীন্দ্র দাস।
শনিবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশ অফিসের আদেশে তাদেরকে শাস্তি প্রদান করা হয়।
ঘটনার বর্ণনায় জানা যায়, মতিউর রহমান দুদকের মামলায় কিশোরগঞ্জ কারাগারে বিচারাধীন বন্দি হিসেবে অবস্থান করছিলেন। গত ১২ আগস্ট তাকে দুদকের মামলার শুনানির জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে ফেরার পথে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা উৎকোচের বিনিময়ে মতিউরকে এক জায়গায় একটি পৃথক কক্ষে খাওয়াদাওয়ার ব্যবস্থা করেন। অন্য পুলিশ সদস্যরা বাইরে সাধারণ স্থানে খাবার গ্রহণ করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করলে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে শনিবার ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    