সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঙ্গে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
এ সময় জেলা প্রশাসকের সাথে কুশল বিনিময় করেন তারা।
পরে এসোসিয়েশনের ২০২৫-২৭ সেশনের কমিটির অভিষেক স্মারক জেলা প্রশাসকের হাতে তুলে দেন এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেলসহ নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহসভাপতি হুমায়ুন কবির লিটন, সাবেক সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, বর্তমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী ও সদস্য মামুন হোসেন।