ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একজন নি হ ত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের ওসমানীনগরে প্রাইভেট কার ও বাসের মুখোমুখি সংঘর্ষে কারচালক নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে ওসমানীনগরের দয়ামীর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের হারুন মিয়া।

মৃত্যুর বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।

পুলিশ জানায়- সিলেট থেকে ছেড়ে যাওয়া হবিগঞ্জগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কারচালক হারুন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের পাঁচ যাত্রী। 

খবর পেয়ে ওসমানীনগর থানা  ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।