কওমি কণ্ঠ রিপোর্টার :
জাতীয় গ্রিড থেকে সিলেটে সরবরাহ কম দেওয়ায় এমনিতেই চলছে বিদ্যুৎ লোডশেডি। এরমধ্যে বিভিন্ন জায়গায় যান্ত্রিক ত্রুটি সারাতে মিলছে না পল্লী বিদ্যুৎ কর্মচারীদের। তারা রয়েছেন কর্মবিরতিতে। ফলে সিলেটের বিদ্যুৎ গ্রাহকরা পড়েছেন চরম ভোগান্তিতে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, কয়েকটি কেন্দ্রে যান্ত্রিক গোলযোগের কারণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি চলছে। এই কারণে সিলেটে বিদ্যুৎ সরবরাহ কম হচ্ছে গতকাল থেকে। ফলে গতকাল (মঙ্গলবার) পুরো দিনই সিলেটে ছিল ঘন ঘন লোডশেডিং।
এরই মাঝে আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাত থেকে বেলা ১১টা পর্যন্ত সিলেটের বিভিন্ন জায়গায় হয়েছে ঝড়-বৃষ্টি। এতে বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এগুলো মেরামত করতে মিলছে না পর্যাপ্ত কর্মচারী। কারণ পল্লী বিদ্যুৎ কর্মচারীরা বিভিন্ন দাবিতে কর্মবিরতিতে রয়েছেন।
জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলা আজ সকাল থেকে বিদ্যুৎহীন।
সিলেটের ওসমানীনগর জোনাল অফিসের ডিজিএম মো. নাইমুল হাসান কওমি কণ্ঠকে বলেন- ঝড় বৃষ্টির পর থেকেই বিভিন্ন লাইনে ফল্ট দেখা দিয়েছে। কিন্তু মেরামতের জন্য পর্যাপ্ত কর্মচারী নেই। পল্লী বিদ্যুৎ কর্মচারীরা আন্দোলনে নেতাকায় এই সংকট দেখা দিয়েছে। তবে আমরা বিকল্প অবস্থায়। নাই সংস্কারের উদ্যোগ নিয়েছি। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে একটু সময় লাগতে পারে।